গায়ক আজম খানের জন্মদিন আজ

গায়ক আজম খানের জন্মদিন আজ

ঘরানার গান গেয়ে ‘পপ সম্রাট’ উপাধি পাওয়া আজম খানের জন্মদিন আজ। ১৯৫০ সালের এমন দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। গান গেয়ে সব শ্রেণির শ্রোতাদের মাত করা পপ তারকা আজম খান রাজধানীর আজিমপুরের ১০ নম্বর কলোনিতে জন্মেছিলেন। তার শৈশব কেটেছে আজিমপুর ও কমলাপুরে।

২৮ ফেব্রুয়ারি ২০২৫